Header Ads

Use of Capital Letters

How to use capital letters.

সঠিকভাবে Sentence লেখার জন্য কতগুলি নিয়ম মেনে চলতে হয়। এদের মধ্যে Capital Letter এর ব্যবহার অতীব প্রয়োজনীয়। এগুলি ব্যবহারের নিয়ম না মেনে চললে বাক্য শুদ্ধ হয় না। নিম্নে Capital Letter ব্যবহারের নিয়ম গুলি আলোচনা করা হল:
1. প্রত্যেক Sentence এর প্রথম Letter টি Capital হয়। 
Example: (i) He sleeps at 10 p.m. (ii) Tamim plays well. 

2. মাস, দিন, ছুটির দিন সহ বিশেষ কোনো দিন হলে Capital Letter হয়।
Example: 
Monday, Christmas, April, Mother's Day, May Day
3. ভাষার নাম ও নির্দিষ্ট বিষয় ভিত্তিক কোনো পাঠের ক্ষেত্রে প্রথম Letter টি Capital হয়।
Example: English, Bengali, Physics, Economics.
4. ঋতুর নাম নির্দিষ্ট করে বুঝালে প্রথম Letter টি Capital হয়।
Example: Spring, Winter
5. নির্দিষ্ট প্রতিষ্ঠান বা সংগঠনের নাম লিখতে প্রথম Letter টি Capital হয়।
Example: Dhaka university, Republican Party.


6. প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে প্রথম Letter টি Capital হয়। 
Example: He said to me,"Where are you going now?"
7. কবিতার প্রত্যেক লাইনের প্রথম Letter টি Capital হয়।
8.Proper Noun এর ক্ষেত্রে প্রথম Letter টি  Capital হয়। 
Example: Dhaka, Tamim
9. Proper Adjective এর ক্ষেত্রে প্রথম Letter টি Capital হয়।
Indian, Bangladeshi
10.  নির্দিষ্ট অঞ্চল, প্রদেশ বা দেশের কোনো বিভাগ এর ক্ষেত্রে প্রথম Letter টি Capital হয়। 
Dhaka, Tripura, The North Zone
11. সৃষ্টিকর্তার নাম এবং সৃষ্টিকর্তার নমের পরিবর্তে ব্যবহৃত Pronoun, ধর্মগ্রন্থ এর প্রথম Letter টি Capital হয়। 
God, His, The Quran
12. নির্দিষ্ট বংশ. গোষ্ঠি বা জাতির প্রথম Letter টি  Capital হয়।
Muslims, Bangladeshi, Catholic
13. উপাধি বা পদবীর প্রথম Letter টি Capital হয়। 
Prime Minister Sheikh Hasina. 
14. ঐতিহাসিক কোনো ঘটনা, সময় বা প্রামাণ্য বিষয়ের প্রথম  Letter টি  Capital হয়। 
World War, Liberatin War
15. Personal Pronoun I এবং Interjection এর প্রথম  Letter টি  Capital হয়। 
It is I who have done this.
16. চিঠির সম্বোধন এর প্রথম Letter টি  Capital হয়। 
My dear Sir, 
17. নদী, সাগর, পাহার, পর্বত, মহাসাগর, কোনো প্রতিষ্ঠানের নামের প্রথম Letter  টি Capital হয়। 
The Padma, The Atlantic Ocean 


No comments

Powered by Blogger.