Header Ads

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর

  • রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যায় কোথায় স্থাপিত হচ্ছে? উত্তর: সিরাজগঞ্জের শাহাজাদপুরে। তবে কুষ্টিয়ার কুটিবাড়িতে এবং নওগাঁর পতিসরেও আলাদা ক্যাম্পাস থাকবে। 
  • বিবিসি বাংলা বিভাগ পরিচালিত জরিপে (২০০৪) সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালির তালিকায় রবীন্দ্রনাথের স্থান- ২য় (১ম বঙ্গবন্ধু)
  • রবীন্দ্রনাথ ঢাকায় আসেন- ২ বার। ১৮৯৮ ও ১৯২৬। 
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ম আসেন-১৯২৬ সালে।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬ সালে কার্জন হলে ১ম বক্তৃতার নাম- The Meaning of Art
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬ সালে কার্জন হলে ২য় বক্তৃতার নাম- The Rule of the Giant
  • আশীর্বাদ কর- তোমার স্মৃতি যেন তরুণ এই মুসলিম হলের অন্তরে চিরদিন রস এবং নব নব কর্ম প্রেরণা সঞ্চার করে।- ১৯২৬ সালে ১০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখনকার মুসলিম আর বর্তমান সলিমুল্লা হলের ছাত্ররা রবীন্দ্রনাথকে এই প্রার্থণাটি করেছিল।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্রদের অনুরোধে রবীন্দ্রনাথ রচনা করেণ-বাসন্তিকা নামের গীতিকবিতাটি (১ম পঙক্তি- এই কথাটি মনে রেখো/তোমাদের এই হাসি খেলায়/আমি এ গান গেয়েছিলেম/জর্ণি পাতা ঝরার বেলায়।)
  • রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নাম ছিলো-৯টি (যথা- ভানু সিংহ ঠাকুর, অকপট চন্দ্র, অান্নাকালী পাকড়াশী, দিকশূণ্য ভট্টাচর্য, নবীন কিশোর শর্মণ, ষষ্ঠীচর দেবশর্মা, বাণীবিনোদ বিদ্যাবিনোদ, শ্রীমতি কনিষ্ঠা, শ্রমতি মধ্যমা )
  • কোন বাঙালি প্রথম গ্রামীন ক্ষুদ্রঋণ ও গ্রাম উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা করেন- রবীন্দ্রনাথ (রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা) (এর জন্য তিনি পুত্রকে আমেরিকার আরবানায় ইলিয়ন বিশ্ববিদ্যালয় পাঠান কৃষি ও পশুপালন বিদ্যায় প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা গহন করতে)
  • বঙ্গভঙ্গের বিক্ষোভ প্রামান্য চিত্রের পরিচালক- রবীন্দ্রনাথ ঠাকুর
  • ১৮৯২ সালে কুষ্টিয়ায় আসেন এবং একটি কাব্য রচনা করেন- সোনার তরী
  • লালনের গান সর্বপ্রথম সংগ্রহ করেন-২৯৮টি
  • চৈনিক নাম-চু চেন তান
  • নিজের আঁকা ছবিকে বলেছেন- শেষ বয়সের প্রিয়া
  • আর্জেন্টিনার যে মহিলা কবিকে বিজয়া নাম দেন- ভিক্টোরিয়া ওকাম্পো (পূরবী কাব্য  তাকে উত্সর্গ করেন)
  • শান্তিনিকেতন/ভ্রহ্মচর্যাশ্রম প্রতিষ্টিত হয়-১৯০১ সালে (কলকাতার অদূরে বোলপুরে)
  • হিন্দু-মুসলমানদের মিলনের লক্ষ্যে যে উত্সব সূচনা করেন- রাখিবন্ধন
  • রবীন্দ্রনাতের শ্রেষ্ট কাব্যসংকলনের নাম-সঞ্চয়িতা
  • কাজী নজরুলকে উত্সর্গ করেন- বসন্ত (গীতি নাট্য) (নজরুল রবীকে সঞ্চিতা)
  • তার যে ক'টি নাটকে অভিনয় করেণ-১৩ টি
  • পরিবারের বঙশের নাম- পিরালি ব্রাহ্মণ
  • পারিবারিক উপাধী-কুশারী
  • তাঁর পিতা মাতার ১৪তম সন্তান ৮ম পুত্র
  • গীতাঞ্জলি প্রকাশ হয় ১৯১০ সালে  ( নোবেল পুরস্কার ১৯১৩ সালে) Songs of Offerings নামে প্রকাশিত ১৯১২ সালে। এর ভুমিকা লিখেন ইংরেজ কবি W.B. Yeats
  • ভারত উপমহাদেশের প্রথম সহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত
  • এসিয়ার প্রথম নোবেল বিজয়ী
  • ১৯০৫ সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধাচরণ করে রচিত গান- বাংলার মাটি বাংলার জল
  • আমার সোনার বাঙলা রচনা করেন- গগণ হরকরা সুরের অনুকরণে
  • প্রথম লেখা উপন্যাস-করুণা(১৮৭৭-৮৮)
  • প্রথম প্রকাশিত উপন্যাস- বৌঠাকুরাণীর হাট (১৮৮৩)
  • প্রথম প্রকাশিত কাব্যগ্রন্ত্র-কবিকাহিনী (১৮৭৮)
  • প্রথম লেখা কাব্যগ্রন্ত্র- বনফুল
  • প্রথম প্রকাশিত গীতিনাট্য - বাল্মীকি প্রতিভা (১৮৮১)
  • প্রথম লেখা গদ্যগ্রন্ত্র- ইউরোপ প্রবাসীর পত্র (১৮৮২)
  • প্রথম প্রকাশিত প্রবন্ধগন্ত্র- বিবিধপ্রসঙ্গ (১৮৮৩)
  • প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস- চোখের বালি 
  • আত্মজীবনী গ্রন্ত্রের নাম- জীবন স্মৃতি ও ছেলেবেলা 
  • ধ্বনিবিজ্ঞানের উপর লেখা গ্রন্ত্র- শব্দতত্ত্ব
  • প্রথম লেখা ছোট গল্প- ভিখারিনী
  • কারাগারের বন্দিদের উত্সর্গ করেণ- চার অধ্যায়
  • সবুজের অভিযান বলাকা কাব্যগ্রন্ত্র থেকে সংকলিত 
  • ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করেন
  • সোনার তরী একটি- কাব্যগ্রন্ত্র
  • নন্দিনী চরিত্রটি- রক্ত কবরী এর প্রধান চরিত্র
  • মহেন্দ্র ও বিনোদিনী- চোখের বালি উপন্যাসের প্রধান দুটি চরিত্র
  • যে তিনটি চরিত্রে মুসলমান চরিত্র রয়েছে- ক্ষুদিত, পাষাণ, মুকুট ও সুভা
  • সাংকেতিক নাটক- রক্তকবরী
  • ভিক্টোরিয়া ও কামপোকে উত্সর্গ করেণ- পুরবী কাব্য
  • প্রথম সার্থক ছোট গল্পকার 
  • যৌতুক প্রথা যে গল্পে প্রাধান্য পেয়েছে- হৈমন্তী
  • বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন
  • পদাবলীর লেখক
  • সমাপ্তি ছোট গল্পের নায়িকা- মৃন্ময়ী 
  • ব্রিটিশ ভারতের রাজনীতি যে উপন্যাসের উপজীব্য- ঘরে বাইরে
  • শেষের কবিতা উপন্যাসের নায়ক- অমিত রায়
  • মানব জীবনের সাথে তুলনা করেছেন- নদী
  • ডাকঘর একটি সাংকেতিক নাটক
  • যে পত্রিকায় অঅভিনন্দন বানী  দেন- ধূমকেতু
  • নাইট উপাদি পান ১৯১৫ সালে এবং ত্যাগ করেন-১৯১৯ সালে
  • ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধী দেয়-১৯৩৬ সালে 
  • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধী দেয়-১৯৪০ সালে 
  • কলকাতা বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধী দেয়- ১৯১৩ সালে 
  • গুরুদেব সম্মানে ভূষিত করেন মহাত্মা গান্ধী
  • কবিগুরু উপাধীতে ভূষিত করেন- ক্ষিতিমোহন সেন
  • ভারতের মহাকবি উপাধীতে ভূষিত করেন- ছীনা কবি চি-সি-লিজন
  • শান্তিনিকেতন থেকে নোবেল চুরি হয় - ২৪শে মার্চ ২০০৪
  • বাংলা ছোটগল্পের জনক
  • জন্ম শতবার্ষিকীতে তাকে নিয়ে যে দেশ ডাক টিকেট বানায়- ব্রাজিল
  • তাকে নিয়ে যে দেশ চলচ্চিত্র করেছে- চীন
  • বাংলাদেশ তাকে নিয়ে ডাককেট প্রকাশ করে- ৫০তম মৃত্যুবার্ষিকীতে (৭আগস্ট ১৯৯১)

No comments

Powered by Blogger.