Header Ads

Use of Punctuation

PUNCTUATION


বাক্য বা sentence এর অর্থকে পুরোপুরি এবং সুস্পষ্ট ভাবে বুঝার জন্য বাক্যের কোথায় কতটুকু থামতে হবে তার কতগুলি নিয়ম রয়েছে। এগুলি বিভিন্ন সাংকেতিক চিহ্ণের মাধমে প্রকাশ করা হয়, এদেরকে punctuation বলে। Punctuation Marks এর বাংলল অর্থ বিরাম চিহ্ণ বা যতি চিহ্ণ।

নিম্নে গুরুত্বপূর্ণ Punctuation Marks সমূহের ব্যবহার উল্লেখ করা হল।

1. Full Stop: (.)
পূর্ণ অর্থ প্রকাশে একটি বাক্য যেটি প্রশ্নবোধক এবং বিস্ময়সূচক নয় তার শেষে Full Stop বসে। যেমন- My name is Shimul. I am a teacher.
2. Comma: (,)
(i) দুইয়ের অধিক Word বা Clause পাশাপাশি ব্যবহৃত হলে Comma ব্যবহৃত হয়। যেমন- We saw deer, snakes, bear etc.
(ii) Date, Address, Place ইত্যাদি আলাদাভাবে প্রকাশ করতে Comma ব্যবহৃত হয়। যেমন- Tuly was born on July 15, 2008. Happy lives at Kandigaon, Bahubal Habiganj.
(iii) Reporting Verb প্রথমে থাকলে এর পরে Comma ব্যবহৃত হয়। যেমন- Teacher said, "Obey your parents."
(iv) Hello, Yes, No, Ok, Well, Sure, Well done, Please ইত্যাদি যদি বাক্যের শুরুতে বসে তবে তার শেষে Comma ব্যবহৃত হয়। যেমন- Hello, I am Lipi.
(v) Therefore, Moreover, Besides, However, On the contrary, On the other hand, As a result, That is why, Anyway ইত্যাদির পর Comma ব্যবহৃত হয়। যেমন- Anyway, I miss you all very much.
(vi) সম্বোধন পৃথক করতে Noun এর পর Comma ব্যবহৃত হয়। যেমন- Shelley, listen to me.
3. Question Mark: (?)
কাউকে কোনো প্রশ্ন করলে তার শেষে Question Marks বসে। যেমন-  W hat is your name?
4. Exclamatory Mark: (!)
কোনো শব্দ বা বাক্য যদি ভয়, বিশ্ময়, আনন্দ, বেদনা, উল্লাস, আবেগ ইত্যাদি প্রকাশ করে তবে ঐ শব্দ বা বাক্যের শেষে Exclamatory Mark  বসে। যেমন- Hurrah! We have won the game. How beautiful the girl is!
5. Apostrophe: (’)
Noun এর Possessive করতে, সময় উল্লেখ করতে এবং Contraction এর ক্ষেত্রে Apostrophe ব্যবহৃত হয়। যেমন-   Awyal's, 4 o'clock, Don't  ইত্যাদি।
6. Inverted Comma: (‘‘ ”)
Reported Speech এর ক্ষেত্রে Inverted Comma ব্যবহৃত হয়। যেমন- Teacher said, "Obey your parents."

No comments

Powered by Blogger.